Posts

বড়লোকের মেয়ে vs ছদ্মবেশী ছেলে পাঠঃ ২

Image
গল্পঃ বড়লোকের মেয়ে vs ছদ্মবেশী ছেলে  পাঠঃ ২ লেখকঃ রেজওয়ান বাবু রাসেল       ৮/১০ টা মেয়ে আমাকে চার দিক দিয়ে ঘিরে ধরেছে। আর সবার মাঝে আমি বসে আর শারমিন দাড়িয়ে আছে। এমন সময় শারমিন আমাকে একটা লাথি দিতে ধরল। তখন আমি তার আগেই উঠে শারমিনের মাথাটা ধরে ঠোঁটে কিসস সরি গালে কিসস করলাম। এতে সবাই অবাক হয়ে যায়। এরপর আমি আর কিছু না বলে দুই টা মেয়েকে হাত দিয়ে সরিয়ে সোজা ক্লাস রুমে চলে আসলাম। . কিন্তু ক্লাস রুমে এসে বেশি ক্ষণ থাকতে পারলাম না। কারণ, আমার দুই ঠোঁটে আতা ময়দা লেগেছিল। তাই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। আমি কিছু বুঝি না! সুন্দরী মেয়ে গুলোও কেনো যে আতা ময়দা মাখে। আতা ময়দা না মাখলে মনে হয় মেয়ে জাতির কলঙ্ক হবে। . আমি ফ্রেশ হয়ে এসে দেখি স্যার ক্লাসে চলে আসছে। এরপরে প্রথম ক্লাস করলাম। প্রথম ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিওন আমাকে ডাক দিয়ে বললো আমাকে কলেজের প্রিন্সিপাল আমাকে যেতে বলছে। . আমি একটু অবাক এ হলাম।কারণ আমি এমন কি করলাম যে আমাকে ডাকবে? আমি একটু ভাবলাম, তারপর মনে পড়লো যে সকালে তো শারমিন কে কিস করছি। সে জন্য ডাকছে না কি? প্রথম ক্লাসে তো ওকে দেখলাম ও ন...

বড়লোকের মেয়ে vs ছদ্মবেশী ছেলে পাঠঃ ১

Image
  ঠ্যাসসসস ঠ্যাসসস.... করে একটা মেয়ে  দুই-চারটা চড় বসে দিল আমার গালে। আমি উপরে তাকানোর আগেই মেয়েটা আমাকে বলতে শুরু করলো.... সুন্দরী মেয়ে দেখলে শরীর ঠিক থাকে  না? শরীরে হাত দিতে ইচ্ছে করে? মেয়েদের কে তো ইভটিজিং ভালোই করোস।বাসায় মা বোন নাই না কি?মা বোন থাকলে তো আর বাইরে মেয়েদের সাথে ইভটিজিং করতি না। কি ভাবে যে এই লুচ্ছা গুলা ভার্সিটি তে চান্স পায় আল্লাহ ভালো জানেন।  এক নিশ্বাসে কথা গুলো বলে থামলো মেয়েটা। আমি এতক্ষণে সামনে তাকাতেই ক্রাশ খেলাম মেয়েটার উপর।কিন্তু আমি মেয়েটার কথা গুলো কানে  না নিয়ে  দেখতে লাগলাম মেয়েটার সুন্দর্যকে। যদিও মেয়েটার কথা গুলো শুনে ইচ্ছা করছিল দু চারটা চড় মেরে হাত পা ভেঙে দেই। কিন্তু তা করলাম না।শুধু মনে মনে বললাম, পরে মজা বুঝতে পারবি সোনা কার শরীরে হাত দিছো তুমি।তবে এর আগেও অনেককেই মেডিকেলে পাঠায় দিসলাম। আসলে কি হয়েছিল শুনেন মূল ঘটনা আজকে আমার প্রথম ভার্সিটিতে আসা।আমি খুবই স্বাভাবিক ও সাধারণ ভাবেই ভার্সিটিতে আসলাম।কিন্তু সমস্যা হলো আমি মাথা নিচু করে  গেইট দিয়ে ঢুকতে ছিলাম এমন সময় একটা মেয়ে নিজ ইচ্ছায় এসে আমার সাথে ধাক্কা খেয়...