বড়লোকের মেয়ে vs ছদ্মবেশী ছেলে পাঠঃ ২

গল্পঃ বড়লোকের মেয়ে vs ছদ্মবেশী ছেলে পাঠঃ ২ লেখকঃ রেজওয়ান বাবু রাসেল ৮/১০ টা মেয়ে আমাকে চার দিক দিয়ে ঘিরে ধরেছে। আর সবার মাঝে আমি বসে আর শারমিন দাড়িয়ে আছে। এমন সময় শারমিন আমাকে একটা লাথি দিতে ধরল। তখন আমি তার আগেই উঠে শারমিনের মাথাটা ধরে ঠোঁটে কিসস সরি গালে কিসস করলাম। এতে সবাই অবাক হয়ে যায়। এরপর আমি আর কিছু না বলে দুই টা মেয়েকে হাত দিয়ে সরিয়ে সোজা ক্লাস রুমে চলে আসলাম। . কিন্তু ক্লাস রুমে এসে বেশি ক্ষণ থাকতে পারলাম না। কারণ, আমার দুই ঠোঁটে আতা ময়দা লেগেছিল। তাই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। আমি কিছু বুঝি না! সুন্দরী মেয়ে গুলোও কেনো যে আতা ময়দা মাখে। আতা ময়দা না মাখলে মনে হয় মেয়ে জাতির কলঙ্ক হবে। . আমি ফ্রেশ হয়ে এসে দেখি স্যার ক্লাসে চলে আসছে। এরপরে প্রথম ক্লাস করলাম। প্রথম ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিওন আমাকে ডাক দিয়ে বললো আমাকে কলেজের প্রিন্সিপাল আমাকে যেতে বলছে। . আমি একটু অবাক এ হলাম।কারণ আমি এমন কি করলাম যে আমাকে ডাকবে? আমি একটু ভাবলাম, তারপর মনে পড়লো যে সকালে তো শারমিন কে কিস করছি। সে জন্য ডাকছে না কি? প্রথম ক্লাসে তো ওকে দেখলাম ও ন...